ঐক্যের নজরুল
স্মরজিৎ দত্ত
বিপ্লব যার জন্ম অধিকার
সাম্য যার হৃদয়।
ঐক্য যার মূল আদর্শ
নজরুল ইসলাম সেই হয়।
অভাব তোমায় পারেনি রুখতে
বিপ্লব তোমার জন্মগত অধিকার।
জাতবজ্জতি রুখে তুমি
ঐক্যের বাণী করেছিলে প্রচার।
রবীন্দ্রনাথ যদি বাঙালির হৃদয় হয়
নজরুল বাঙালির রক্ত।
হিন্দু মুসলমান ভেদাভেদ ভুলে
বপন করেছিলে তুমি ঐক্যের মানবধর্ম।
ব্রিটিশ তোমায় রুখতে চেয়েছিল
ভেদাভেদ করতে হিন্দু-মুসলমান।
তোমার আদর্শেই অনুপ্রাণিত হয়ে-
সেদিনের ভারতবর্ষ তাই করেছিল তোমারই জয়গান।
বিপ্লব এখনো আজও বেঁচে আছে
মোড়ক হয়েছে পরিবর্তন।
মূল স্রোত তাই হারিয়ে গেছে
ধান্দাই আজ প্রধান বল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন