শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

কবিতার পাতা

দাদাগিরি
স্মরজিৎ দত্ত 

দাদা আমার বড্ড ভালো
ভাইয়ের যত্ন করে।
ভাই ও জানে দাদা আমার
মনোবাসনা রক্ষা করে।

এমন দাদা সবার বাড়ি
আছে কিংবা নেই।
তবুও কাজের ক্ষেত্রে আমরা
সেই দাদাদের ভয় পাই।

দাদা আমার বড্ড ভালো
বোঝেন সবকিছু।
বলার আগেই বুঝে ফেলেন
বলার থাকে না কিছু।

দাদা আমার বড্ড ভালো
কেবল সেলাম একটু চাই।
সেই জায়গায় কমবেশি হলে
নিজেই কপাল থাবরাই।

এযুগেতে দাদাই সব
দাদারাই কাজে এগোয়।
স্কুল কলেজ আর অফিসই বল
দাদাই শেষ কথা কয়।

দাদা আমার বড্ড ভালো
যতক্ষণ থাকে সীমায়।
সেই জায়গাতেই হলে উল্টো পুরাণ
হয়তো প্রাণও চলে যায়।

দাদা আমার বড্ড ভালো
থাকত মোদের পাশ।
খুনসুটি আর আদর নিয়ে
কাটতো দিন রাত।

সেই দাদাই আজ পাল্টে গেল
দেখতে পাই না কোথাও।
দাদা আজ পাল্টে গিয়ে
দাদাগিরি রূপে পাকড়াও।

দাদা তুই থাক না দাদা
খুনসুটি আর শাসন নিয়ে।
দাদাগিরিতে আজ হারিয়ে ফেলি
আমার প্রিয় দাদা টিকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আড্ডার একাদশ

আজকের কবিতা, বাঙালি, চিতিয়ে বুকের ছাতা

  বাঙালি, চিতিয়ে বুকের ছাতা স্মরজিৎ দত্ত আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসির নেশায় মাতিতে জানি। আমি প্রতিবাদের ঝড় তুলে বুকের রক্তে লুটিতে জানি...