'মা'-ই এক মন্ত্র
স্মরজিৎ দত্ত
ছোট্ট ছেলে মায়ের কাছে
ছোট্ট বেলায় যেমন।
বড় হয়েও তেমন থাকে
সে যে মায়েরই সন্তান।
মা-ই আমার জন্মদাতা
মা-ই আমার জন্মভূমি।
মা-ই আমার কাছে মানুষ
মা-ই আমারে রক্ষা দাত্রী।
মায়ের কোলে জন্ম মোদের
মা-ই লালন-দাতৃ।
এই মায়ের কোলেই জন্ম মৃত্যু
মাতৃ ভূমিই রক্ষা-দাতৃ।
আনন্দতে ঐ মা-টি যেমন
অসুস্থতেও দেয় মাথায় হাত।
ছেলের জয়ে মায়ের আনন্দ
বিপদেও ছেলের পাশে হাত।
'মা' শব্দ এক অনুর মত
বিনাশ তার নেই।
মন্ত্রের মত শক্তি যোগায়
বিপদে ভয় নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন