প্রনমি কবি হে তোমায়
স্মরজিৎ দত্ত
কবি তুমি তো মর নাই
বাচিয়া রহিয়াছ আজও
অনন্ত রবির আলোকে,
চলনে কথনে মননে।
কবি তুমি তো মর নাই
রবি তুমি যে রবিই
তোমারই আলোকে আলোকিত
আলোকিত আজও কবিকুল।
কবি তুমি তো মর নাই
মননে গাঁথিয়াছো চির রূপে
তাহারই ক্ষয়ে রচি যে যতনে,
কাব্য, সাহিত্য রচনে।
কবি তুমি যে রবি
তোমারই কিরণে বিকশিত
বিকশিত এই কাব্যালয়।
আজিকার তাই শুভ জন্ম পক্ষে,
তোমারই কাব্য করি চয়ন।
গঙ্গা জলে গঙ্গা অর্ঘের সম
প্রনমি তোমারে কবি।
প্রনমি হে আরবার-
স্মরণ করি হে কবি,স্মরণ করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন