শ্রমিক তুমিই সৃষ্টিকর্তা
স্মরজিৎ দত্ত
শ্রমিক তুমি কাঁদছো!
সভ্যতার উষা লগ্ন থেকেই,
তোমাদের জন্ম শুধু কাঁদবার জন্যই;
তবুও তিল তিল করে গড়ে তুলেছ এই সভ্যতা।
শ্রমিক তুমি কাঁদছো!
দেখো পূর্বাকাশে তাকিয়ে,
রক্তিম যে সূর্য উঠেছে পূব গগনে;
তা তোমাদের রক্তেই রাঙানো ঐ সূর্য।
শ্রমিক তুমি কাঁদছো!
সভ্যতার এই ভূমি মাটি খুঁড়ে দেখো,
তোমাদের অস্থিমজ্জা রক্ত পাবে তার মাঝে;
তোমাদের রক্তেই, এই সৃষ্টির মাটি পেয়েছে উর্বরতা।
শ্রমিক তোমরা তাতেই তো খুশি!
শস্য, শ্যামলা হবে এই মাতৃভূমি।
তোমার উত্তরসূরিরা আজ যে সভ্যতার উত্তরসূরী;
তাদের জন্যই তো তোমরা গর্বিত, তোমরা আনন্দিত।
আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে!
অন্নদা-মঙ্গলের এই সত্যতা এই নিগুরতা,
আজও আমরা বহন করে চলেছি আনন্দে;
আমরা এই সভ্যতাকে পেয়েছি সেই শ্রমিকেরই রক্তে।
শ্রমিক; তুমি চিরজীবী, তুমি চির ঋণী;
শ্রমিক; তুমি অমর, তুমি চিরস্মরণীয়।
শ্রমিক; তুমি আকাশ, বাতাস, অন্তরীক্ষ-ময়;
শ্রমিক; তুমি এই বাস্তব জগতের প্রকৃত ঈশ্বর, তুমিই সৃষ্টিকর্তা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন