হায়রে নববর্ষ
স্মরজিৎ দত্ত
একটা বছর প্রতীক্ষা পর
আবার এলো নতুন বছর।
শিশুর দল সেজেগুজে
আনন্দেতে আজ মাতবে সর্বক্ষণ।
কেউবা পরে নতুন শাড়ি,
কেউ বা পরে নতুন জামা।
মায়ের দলের সারা বেলা-
নতুন কিছু খাবার গড়তে,
আজ কাটবে রান্নাঘরেই সারাবেলা।
ফুটপাতে ঐ ছোট্ট শিশুর দল
ভাই-বোনেতে খুনসুটি করে।
আনন্দ আর উচ্ছ্বাস ওটাই তাদের বল
নববর্ষ কাকে বলে? জানেনা তারা সে।
সূর্য্যি মামার আলোয় ঘুম ভাঙ্গে,
রাতের অন্ধকার নিদ্রা দেয় তাকে।
উদাস মনে তাকিয়ে থাকে,
ওই অভাগা অভাগীর শিশুর দল।
ওপারে রেস্তোরাঁতে
খুনসুটিতে বেঁচে থাকে
বড়লোকের ছেলের দল।
অবাক নয়নে তাকিয়ে দেখে
ফুটপাতের মনি কিংবা ভকতের দল।
হয়তো ওদের স্বপ্ন এখন,
আগামীতে ওরাও তেমন পাবে-
রেস্তোরাতে, কাটবে দিনের পথ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন